
সোমবার (৭ জুলাই ) সকালে ভয়াবহ দুর্ঘটনা ভারতের পাঞ্জাবে। মাঝ রাস্তায় বাস উল্টে মৃত্যু হল অন্তত ১০ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি কমপক্ষে ২৪ জন। পাঞ্জাবের হোশায়ারপুর জেলার দাসুয়া এলাকায় দাসুয়া-হাজিপুর এলাকায় এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে প্রকাশ, এদিন সকালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই মাঝ রাস্তায় উল্টে যায়। দুর্ঘটনার পর প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে দাসুয়া সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, দ্রুতগতিতে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এরপরেই যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। তাঁদের আত্ম চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। পুলিশে খবর দেওয়ার পাশাপাশি অ্যাম্বুলেন্স ডেকে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছেন, একটি বেসরকারি মিনি বাস এদিন সকালে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটিতে যান্ত্রিক গোলযোগ ছিল, নাকি চালকের ভূলের জন্য এমন দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে জানতে তদন্ত করা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। অপরদিকে, এদিনেই একটি এসইউভি গাড়ি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। এনিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।















