January 28, 2025 9:38 am
Search

আপনিও হতে পারেন স্বেচ্ছাসেবী সাংবাদিক পৃথিবীর যে কোন প্রান্ত থেকে, সুস্থ সাংস্কৃতিক খবর, ছবি, ভিডিও পাঠাতে পারেন- 9594219495
तुम्ही स्वयंसेवक पत्रकार देखील होऊ शकता
जगाच्या कोणत्याही भागातून, आपण निरोगी सांस्कृतिक बातम्या, चित्रे, व्हिडिओ पाठवू शकता – 9594219495

ভারতীয় বাংলা কাগজ

आप एक स्वयंसेवी पत्रकार भी हो सकते हैं
दुनिया के किसी भी हिस्से से आप स्वस्थ सांस्कृतिक समाचार, चित्र, वीडियो भेज सकते हैं – 9594219495
You can also be a volunteer journalist
From any part of the world, you can send healthy cultural news, pictures, videos – 9594219495

January 28, 2025 9:38 am

Search
Close this search box.

জামাইষষ্ঠী পার্বণের আসল নাম কী, জামাইয়ের মঙ্গলকামনায় কোন মন্ত্র পাঠ করবেন, জানুন এই তিথির রীতিনীতিjamaisasthi 2023 know the rituals and timings of jamaisasthi – News18 Bangla

বারো মাসের পার্বণের অন্যতম জ্যৈষ্ঠের জামাইষষ্ঠী৷ এই অনুষ্ঠানে আপ্যায়ন করা হয় বিবাহিত মেয়ে জামাইকে৷ মূলত পারিবারিক বন্ধনকে দৃঢ় করার লক্ষ্যেই এই আয়োজন৷ পাশাপাশি এই উৎসবে আপন করে নেওয়া হয় জামাইকেও৷ জ্যৈষ্ঠের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত এই পার্বণের প্রকৃত নাম অরণ্যষষ্ঠী৷ যেহেতু জামাই আদরের বিষয়টি জুড়ে থাকে, তাই এর নাম হয়ে গিয়েছে জামাইষষ্ঠী৷ খাওয়াদাওয়া, আদর আপ্যায়ন ছাড়া এই পার্বণে অন্যান্য উপকরণ অত্যন্ত সাধারণ৷

কাঁঠালপাতার উপর বিছিয়ে রাখা ৫ রকম ফল, পান সুপুরি, ধান দূর্বা, করমচা ফল, তালপাতার পাখার মতো সহজ উপকরণেই সাজানো হয় অরণ্যষষ্ঠীর ডালা৷ মা ষষ্ঠীর থানে পুজো দিয়ে আসার পর জামাইয়ের হাতে তেলহলুদ মাখানো সুতো বেঁধে দেন শাশুড়ি মা৷ তাঁর মঙ্গলকামনায় তেলহলুদের ফোঁটা দিয়ে তালপাতার পাখা ও ভেজা দূর্বাঘাসের বাতাস করা হয়৷ জামাইয়ের মাথায় ধান দূর্বা দিয়ে আশীর্বাদ করেন শাশুড়ি মা৷ পরে থাকে ভোজনের আয়োজন৷ সাধারণত দিনেই মধ্যাহ্নভোজের আহার হিসেবেই প্রচলিত জামাইষষ্ঠীর আপ্যায়ন৷ এখন চাকরি সূত্রে সকালে আসতে না পারলে রাতে বা উইকএন্ডেও চলে খাওয়াদাওয়া৷ রকমারি রান্নার পাশাপাশি আহারে প্রধান ভূমিকা পালন করে গ্রীষ্মের মরশুমি ফলও৷

আরও পড়ুন :  এ বছর জামাইষষ্ঠী কবে? জানুন সে দিন কত ক্ষণ থাকবে ষষ্ঠী তিথি

বুধবার রাত ১/২৭/১৯-এ শুরু হয়েছে ষষ্ঠী তিথি৷ আজ রাত ৩/২৬/৫২ পর্যন্ত থাকবে জামাইষষ্ঠী তিথি৷ এ দিন পাখার বাতাসের সঙ্গে প্রচলিত একটি ছড়াকেই মন্ত্র হিসেবে বলা হয়৷ সেই ছড়াটি হল ‘‘জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী, ষাট ষাট ষাট/ শ্রাবণ মাসে লোটন ষষ্ঠী, ষাট ষাট ষাট/ ভাদ্র মাসে মন্থন ষষ্ঠী, ষাট ষাট ষাট/ আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী, ষাট ষাট ষাট/ অঘ্রাণ মাসে মূলা ষষ্ঠী ষাট ষাট ষাট/ পৌষ মাসে পাটাই ষষ্ঠী ষাট ষাট ষাট/ মাঘ মাসে শীতল ষষ্ঠী ষাট ষাট ষাট/ চৈত্র মাসে অশোক ষষ্ঠী ষাট ষাট ষাট/ বারো মাসে তেরো ষষ্ঠী ষাট ষাট ষাট।’’

 

এই ষাট হল বালাই ষাট। যাকে বলা হয় সব রকম বিপদ থেকে সন্তান সন্ততিকে দূরে রাখা। বিভিন্ন পরিবার ভেদে উপাচার, উপকরণ ও রীতিতে পার্থক্য থাকলেও মায়ের অন্তরের প্রার্থনা একই থাকে।

Published by:Arpita Roy Chowdhury

First published:

Tags: Jamaisasthi, Jamaisasthi 2023

Source link

Bangla Kagaj
Author: Bangla Kagaj

Spread the love
WhatsApp
Facebook
Twitter
LinkedIn