এবার যতগুলি লোকসভা কেন্দ্রের দিকে পাখির চোখ তার মধ্যে অন্যতম দার্জিলিং লোকসভা। এখানে গতবারের বিজয়ী রাজু বিস্তের র সঙ্গে টক্কর দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী গোপাল লামার। হাই ভোল্টেজ লোকসভা নির্বাচনে তৃণমূল কে বিজেপির কাছ থেকে আসন ছিনিয়ে নিতে পারবে? এখনই স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত ভোটের ফলাফল বের হচ্ছে। আজ ছিল দার্জিলিং লোকসভা কেন্দ্রের নির্বাচন। এদিন বিজেপি মনোনীত প্রার্থী তথা গতবারের বিজয়ী রাজু বিস্তকে দেখা যায় একেবারে সাধারন ভাবে স্কুটি করে বিভিন্ন বুথে বুথে ঘুরছেন। তার পিছনে বসে ছিলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। এই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমার ইচ্ছে হচ্ছে, আমি স্কুটারে করে ঘুরছি। আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে ঘোরাঘুরি করছি। দার্জিলিং আসনটি বরাবরই চর্চিত বিষয়। কারণ এই আসনটি বিজেপির দুর্গ বলে পরিচিত। এখানে বিজেপির পাল্লা বরাবর ভারী। বিজেপি চাইবে এই আসন নিজেদের আধিপত্য বজায় রাখতে। অপরদিকে তৃণমূল কংগ্রেস চাইবে আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে।















