দাবদাহ চলছে, গ্রীষ্মের প্রখর তাপে কাহিল গোটা বঙ্গ। পথ চলতিদের ঠান্ডা সরবত বিতরণ করা হলো।
দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গে ও পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। পথ চলতি মানুষদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। প্রচন্ড গরমের কারণে কাহিল অবস্থা।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গতেও পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা। পাহাড়েও যথেষ্ট গরম অনুভূত হচ্ছে, উত্তরবঙ্গের সমতল শহরগুলিতে ও বাড়ছে তাপমাত্রা। দার্জিলিং এর কোল ঘেষা শহর শিলিগুড়িতেও কয়েকদিন ধরে গরমের প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। গরমের থেকে নিষ্কৃতি পেতে ঠান্ডা পানিও দিয়ে গলা ভিজাচ্ছেন অনেকেই। এদিন শিলিগুড়ির ভেনাস মোড়ে মারওয়ারী যুব মঞ্চের তরফ থেকে পথ চলতি মানুষদের ঠান্ডা শরবত বিতরণ করা হয়। তারা জানিয়েছেন এরকম কর্মসূচি আগামীতেও চলবে। প্রচন্ড গরমের কথা মাথায় রেখে তারা এই কর্মসূচিতে নেমেছেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে পথ চলতি মানুষদের ঠান্ডা পানীয় বিতরণ করা হবে বলে তারা জানান, রাস্তাঘাট যাতে অপরিষ্কার না হয় , প্লাস্টিকের গ্লাসে সরবত খাওয়ার পর সেগুলিকে নির্দিষ্ট স্থানে ফেলবার ব্যবস্থা করা হয়েছে। তারা বিষয়ে আরো জানিয়েছেন প্রচন্ড গরমের কথা মাথায় রেখেই তাদের এই কর্মসূচি করার কথা মাথায় আসে। যতদিন পর্যন্ত গরম চলবে তাদের এই কর্মসূচি ও চলবে।
প্রচন্ড গরম, পথ চলতি মানুষদের ঠান্ডা সরবত বিতরণ, সজল দাশগুপ্ত, শিলিগুড়ি
WhatsApp
Facebook
Twitter
LinkedIn