মোহনবাগানের কাছে কার্যত ডু অর ডাই ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল রবিবার যুবভারতীতে। ম্যাচটি জিততেই হত, তবে জিতলেই হবে না নির্দিষ্ট ব্যবধানে জিততে হত। সমর্থকদের প্রত্যাশা পূরণ করল মোহনবাগান, আইএসএল এর ফাইনালে পৌঁছে গেল ওড়িশা কে দুই শূন্য গোলে হারিয়ে। ত্রিমুকুট জয়ের হাতছানি! প্রসঙ্গত রবিবার যুবভারতীতে প্রথম থেকেই আক্রমণের পরিধি বাড়ায় মোহনবাগান। ম্যাচের বয়স যখন ২২ মিনিট কামিংসের বলে এগিয়ে যায় বাগান। দ্বিতীয় অর্ধে অনেক চেষ্টা করার পরেও ওড়িশা গোলের মুখ খুলতে পারেনি। এরপর ম্যাচের বয়স যখন ৯০ মিনিট ইনজুরি টাইমের সময় চলছে,মনবীরের বাড়ানো বলে সাহাল তেকাঠির জালে বল জড়িয়ে দেন। সেই সঙ্গে সঙ্গে আই এস এল এর ফাইনালে পৌঁছে যায় মোহনবাগান। প্রথম পর্বে ওড়িশার ঘরের মাঠে ওড়িশার কাছে এক দুই গোলের ব্যবধানে হয়েছিল তাদের। সে ক্ষেত্রে রবিবার যুবভারতীদের মরণ বাচন ম্যাচ হয়ে দাঁড়িয়েছিল, অবশেষে মোহনবাগান সমর্থকদের সেই প্রত্যাশা পূরণ হলো। আইএসএল এর ফাইনালে পৌঁছে গেল তারা।















