বিগত ১৫ই বৈশাখ ১৪৩১(ইংরাজী ২৮ এপ্রিল ২০২৪) আসলে অনুষ্ঠানের উদ্যোগের মাথা অধ্যাপক কল্যাণ ভট্টাচার্য মনে করেন পুরো বৈশাখ মাসটাই রবীন্দ্র জন্মমাস। তার মতে বৈশাখের যে কোন দিন ই তাকে আমরা আরাধনা করতে পারি। এই রবীন্দ্র অনুধ্যানে যে সকল কবি,গায়ক, যন্ত্র সঙ্গীত শিল্পী উপস্থিত ছিলেন , তারা হলেন বিশিষ্ট কবি সুশীল মণ্ডল, রণজিৎ কুমার শাস্ত্রী, পার্বতী ভট্টাচার্য, হেমন্ত চক্রবর্তী, গৌতম নাথ,রবীন মুখোপাধ্যায়, আবৃত্তি শিল্পী বিউটি রায়, অধ্যাপক মনোরঞ্জন সরদার প্রমুখ। রবীন্দ্রনাথের ব্যক্তি জীবন নিয়ে দীর্ঘ আলোচনা করেন অধ্যাপক কল্যাণ ভট্টাচার্য, অধ্যাপক রণজিৎ কুমার শাস্ত্রী, অধ্যাপক মনোরঞ্জন সরদার। যন্ত্রসংগীতে রবীন্দ্র গানের মূর্চ্ছনা ঝরান গৌতম চক্রবর্তী। কবিতা পাঠ করেন কবি সুশীল মণ্ডল সহ অন্যান্য কবিরা। রবীন্দ্র কাব্যসুধায় অনুষ্ঠানকে স্নাত করান শিক্ষক জহরলাল নাইয়া। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন কবি জ্যোতির্ময় সরদার। রবীন্দ্র কবিতার আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন বাচিক শিল্পী বিউটি রায়।
সুভাষগ্রামের সারস্বত সাহিত্যসাধন মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল রবি প্রণাম অনুষ্ঠান।
WhatsApp
Facebook
Twitter
LinkedIn