এবারের মাধ্যমিকের ফলাফলে আবার চমক দিল মাথাভাঙ্গা হাইস্কুল। মাধ্যমিকে আসিফের কৃতিত্বে খুশির হাওয়া শহরজুড়ে। আসিফের প্রাপ্ত নম্বর ৬৮৭। এই খবর ছড়িয়ে পড়তেই আসিফের বাড়িতে ভিড় জমিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক চৈতন্য পোদ্দার থেকে শুরু করে অন্যান্যরা। সেই সঙ্গে চলছে মিষ্টি মুখ করানো এবং সংবর্ধনা।
এই সাফল্যে আসিফ যেমন খুশি, তেমনি খুশি আসিফের পরিবার পরিজন। ভবিষ্যতে ইসরোতে গিয়ে কাজ করার ইচ্ছা আসিফের। ঘড়ি দেখে পড়াশোনা যেমন করেনি সে, তেমনি মোবাইলের প্রতিও ঝোঁক ছিল। তবে শুধু পড়াশোনা বা মোবাইলই নয় এর পাশাপাশি খেলাধুলাও করত সে। মাথাভাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক চৈতন্য পোদ্দার জানান, আসিফ যে ভালো ফলাফল করবে এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস ছিল আমাদের। পড়াশোনার পাশাপাশি কুইজেও রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় পুরস্কার রয়েছে তার।