সড়ক দুর্ঘটনায় আহত ২০ জন, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহার মাথাভাঙ্গা মহকুমায়।মাথাভাঙ্গা কোচবিহার রাজ্য সড়কের পচাগর এলাকায় একটি বেসরকারি বাসের সাথে একটি মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত কুড়ি। জানা গেছে, এদিন একটি বেসরকারি বাস মাথাভাঙ্গা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল সেই সময় এবং উল্টো দিক থেকে একটি গম বোঝাই একটি ট্রাক মাথাভাঙ্গার দিকে আসছিল সেই সময় বৃষ্টি পড়ছিলেন। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় এই সংঘর্ষে কুড়িজন আহত এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কা জনক, তাদের মাথাভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে।। স্থানীয় বাসিন্দার শংকর প্রামানিক জানান এদিন একটি বাস কোচবিহারের দিকে যাচ্ছিল উল্টো দিক থেকে ট্র্যাক আসছিলেন মাথাভাঙ্গার দিকে সেই সময় বৃষ্টি পড়ছিলেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর স্থানীয়রা আহতদের মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ যৌথভাবে উদ্ধার কার্য চালিয়েছে বলে জানা গেছে। বলা বাহুল্য, কোচবিহার মাথাভাঙা সড়ক ব্যবস্থার উপরে মূলত যে বেসরকারি গাড়িগুলো চলাচল করে, তারা তাদের নিয়ন্ত্রণের উপরে কোন রকম সচেতন নয় এমন অভিযোগ একাধিকবার উঠে এসেছে। ইতিমধ্যেই মাথাভাঙ্গা ট্রাফিক বিভাগের কাছে অভিযোগ জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। আজকের এই ঘটনা তারই অংশ কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। মাথাভাঙ্গা মহকুমা ট্রাফিক বিভাগের তরফে জানানো হয়েছে, যে বাস দুর্ঘটনা গ্রস্ত হয়েছে তার ফিটনেস দেখা হচ্ছে। একই সাথে বাস এর গতি নিয়েও তদন্ত শুরু করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানানো হয়েছে, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা টোটোকে পাশ কাটাতে গিয়ে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষটি ঘটে মাথাভাঙ্গা কোচবিহার ১৬ নং রাজ্য সড়কের নবজীবন সংঘ এলাকায়।বাসটি মাথাভাঙ্গা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিলো আর ট্রাকটি উল্টো দিক থেকে মাথাভাঙ্গার দিকে আসছিলো। আহত হয়েছেন মোট ২০ জন যাদের মধ্যে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন, কোচবিহারে রেফার ১ জন এবং বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
যাত্রীবাহী বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ! আহত কুড়িজন।। মাথাভাঙ্গা।।
WhatsApp
Facebook
Twitter
LinkedIn