শুধু পড়াশোনা নয়, পড়ার পাশাপাশি চুটিয়ে নাচের চর্চা করেও উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় সম্ভাব্য ষষ্ঠ স্থান অধিকার করল কোচবিহার সুনীতি অ্যাকাডেমির কলা বিভাগের ছাত্রী মনস্বী চন্দ। মনস্বী দীর্ঘদিন ধরে ধ্রুপদী নৃত্যের তালিম নিয়েছে। এখন সে ওয়েস্টার্ন শিখছে। পড়াশোনার চাপে নিজের শখকে বিসর্জন না দিয়েই ভালো ফল করার কৃতিত্ব অর্জন করেছে মনস্বী।
একটানা পড়ার থেকে মাঝে মধ্যেই বিরতি নেওয়া পছন্দ করে মনস্বী। সেই ফাঁকে কখনও একটু মোবাইল ঘাঁটা, কখনও ঘোরাঘুরি, আবার বন্ধুদের সঙ্গে আড্ডা সবই করেছে। মনস্বীর প্রাপ্ত নম্বর ৪৯১। মাধ্যমিকে ৯১ শতাংশ নম্বর পেয়েছিল সে। সেই নম্বর খুব একটা মনঃপূত হয়নি। তাই কোথাও যেন আরও ভালো ফল করার একটা জেদ চেপে গিয়েছিল। ইংরেজিই তার পছন্দের বিষয়। সেই বিষয় নিয়েই আগামীদিনে অধ্যাপক হতে চায় মনস্বী। পাশাপাশি নাচ নিয়েও আরও এগিয়ে যেতে চায় সে। কৃতী ছাত্রী মনস্বীর পছন্দের তালিকায় রয়েছে, টিভি-সিনেমা দেখা থেকে শুরু করে ক্রিকেট পর্যন্ত। শাহরুখ খানের সিনেমা দেখতে পছন্দ করে মনস্বী। ক্রিকেটারদের মধ্যে পছন্দ এমএস ধোনি, বিরাট কোহলি।