বীরভূম: উচ্চ মাধ্যমিকে বীরভূম জেলার দুই কৃতী রাজ্য মেধা তালিকায়। আর তাতেই স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া জেলা জুড়ে। জে এল বিদ্যাভবন থেকে বিজ্ঞান বিভাগ থেকে ষষ্ঠ এবং অন্যজন শান্তিনিকেতন নব নালন্দা ইংরেজি মাধ্যম স্কুল থেকে কলা বিভাগ পঞ্চম স্থান অধিকার করে রাজ্য মেধা তালিকায়।
এবার উচ্চমাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকারী পেয়েছে ৪৯১। রামপুরহাট জিতেন্দ্রলাল ভবনের ছাত্র সৌম্যজিত নন্দী। তার বিষয় ভিত্তিক নাম্বার হলো বাংলায় 94, ইংরেজিতে 99, রসায়নে 99, গণিতে 100, পদার্থবিদ্যায় 86, জীবন বিজ্ঞানে 99। সৌম্যজিতের বাড়ি বীরভূমের রামপুরহাটের রামরামপুরের শান্তিপাড়া এলাকায়। সে রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবনের ছাত্র। তার বাবা কাঞ্চন নন্দী। পেশায় আয়াস হাইস্কুলের বাংলা শিক্ষক। মা সন্ধিপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। আগামী দিনে সায়েন্স নিয়ে পড়াশোনা করে চিকিৎসক হতে চায় সে। সৌম্যজিতের গৃহশিক্ষক সেভাবে কেউ ছিলেন না। তবে সুব্রত মণ্ডল নামে দাদার মতো একজন শিক্ষক ছিলেন। যিনি সৌম্যজিতকে গণিতে খুবই সাহায্য করেছেন বলে জানায় সৌম্যজিত। সৌম্যজিত বলে, যেহেতু মেডিক্যালের দিকে তার ন্যাক ছিল। তাই গণিতে খামতি ছিল। সেটা তার সুব্রত স্যার ছাড়া সম্ভব হতো না। পড়াশোনার বাইরে জীবনানন্দ দাস এবং সুকুমার রায়ের কবিতা পড়তে তার ভালো লাগে। আর ভালো লাগে ক্রিকেট খেলা। জে এল বিদ্যাভবনের পরিচালন সমিতির সভাপতি তথা প্রাক্তন প্রধান শিক্ষক গৌরচন্দ্র ঘোষ জানান, সৌম্যজিৎ পঞ্চম শ্রেণি থেকেই জে এল বিদ্যাভবনে পড়তো। নিয়মিত স্কুলে আসতো এবং ভালো ফল করতো।
উচ্চ মাধ্যমিকে বীরভূম জেলার কৃতী রাজ্য মেধা তালিকায়
WhatsApp
Facebook
Twitter
LinkedIn