আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস। সারা শহরজুড়ে পালিত হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্ম দিবস। শিলিগুড়িতে বিভিন্ন ষ্কুল এবং বিভিন্ন সরকারী দপ্তরের পক্ষ থেকে পালন করা হল রবীন্দ্রনাথের জন্মদিন পালন। সকালে উঠেই প্রভিতফেরীর মাধ্যমে শহরের বিভিন্ন স্থানে পালন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস। শিলিগুড়ি পুরো নিগমের তরফ থেকে এই বিশেষ দিনটি উদযাপন করা হলো। শিলিগুড়ির বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্য দান করেন মেয়র গৌতম দেব। উপস্থিত ছিলেন রঞ্জন সরকার সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ বিশিষ্ট জনেরা। আজ এই বিশেষ দিনে রয়েছে শহর জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।শিলিগুড়ির প্রতিটি ওয়ার্ডেই পালন করা হচ্ছে রবীন্দ্রনাথের জন্মদিন। সন্ধ্যায় শিলিগুড়িতে বিভিন্ন এলাকা জুড়ে সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রসঙ্গত শিলিগুড়ির বাঘাযতীন পার্কে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে আজ সন্ধ্যায়।
শহর জুড়ে পালিত রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস — সজল দাশগুপ্ত, শিলিগুড়ি
WhatsApp
Facebook
Twitter
LinkedIn