পৌঢ়ার চিকিৎসার জরুরি প্রয়োজনে রাতেই রক্ত দিলেন তরুণ চিকিৎসক ডাঃ শঙ্খদীপ মিত্র…. নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.
….রাতেই রক্ত দিতে এগিয়ে এলেন তরুণ চিকিৎসক ডঃ শঙ্খদীপ মিত্র। মেদিনীপুর শহরের একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছেন খড়্গপুর মহকুমার মকরামপুর এলাকার বাসিন্দা পৌঢ়া কামিনী সিং। তাঁর পায়ে অপারেশন করতে হবে। কিন্তু রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় কমপক্ষে দু-তিন ইউনিট এবি পজেটিভ গ্রুপের রক্তের প্রয়োজন ছিল। রক্তের এই গ্রীষ্মকালীন সংকটে অনেক চেষ্টা করে সমাজকর্মী সুদীপ … Read more